মোঃ খলিলুর রহমান, নবীনগর উপজেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রাধিকা সড়কে পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মুয়াজ(১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শক্রবার (২০ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর শিবপুর ইউনিয়নের ধনাশী বাজারের পূর্ব পাশে নবীনগর টু রাধিকা সড়কে এই ঘটনা ঘটে৷ নিহত মো. মুয়াজ উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।
জানা যায়, মুয়াজ শক্রবার জুম্মার নামাজ আদায় করার পর ধনাশী বাইতুননূর জামে মসজিদ থেকে বের হয়ে নবীনগর টু রাধিকা সড়ক পারাপারের সময় ঔষধবাহী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকা জুড়ে শোকের মাতুম চলছে।
স্থানীয়রা জানান, এই নিয়ে নবীনগর-রাধিকা সড়কে ২৫ থেকে ৩০ জনের মৃত্যু হয়েছে। সড়কটি দিন দিন মৃত্যুর মিছিলে পরিনত হচ্ছে। এ ঘটনায় পথচারীরা যদি সতর্কতা অবলম্বন না করে এভাবেই পথ চলাচল করতে থাকে তাহলে ভবিষ্যতে মুয়াজের মতো আরো তাজা প্রান ঝড়ে যেতে পারে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ড্রাইভারসহ গাড়িটি আটক করা হয়েছে।
নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়ক যাত্রীদের নিকট এখন আতংকের নাম।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪