মোঃ মোসেকুল ইসলাম. জেলা প্রতিনিধি নওগাঁ বাংলাদেশের আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার বিভিন্ন জেলায় দেখা হইতেছে এই বিষধর সাপটির বাংলাদেশের ২৭ জেলায় দেখা যাচ্ছে রাসেল ভাইপারের ।অবশেষে রাসেল ভাইপার সাপের দেখা মিলল নওগাঁর পত্নীতলা-ধামইরহাট উপজেলায়।।ঠুকনীপাড়া-রাঙামাটি রোডের ছালিগ্রাম নামক স্থানে রাস্তার পাশে দেখা মেলে রাসেল ভাইপার এর সাথে (২৫ জুন) সোমবার বিকেল আনুমানিক ৫.০০ টা দিকে একজন দেখতে পেয়ে কয়েকজনকে টাকাটা কি করে সাপটিকে মেরে ফেলে।স্থানীয়রা জানাই, আমরা অন্য বিষধর সাপ মনে করে সাপটিকে পিটিয়ে মারি পরবর্তীতে আরও লোকজন আসলে তারা জানায় এই সেই রাসেল ভাইপার বাংলাদেশের অন্যতম আতঙ্কের এক নাম।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪