Tuesday, December 24, 2024
Homeদুর্যোগনওগাঁয় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু।

নওগাঁয় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু।

আব্দুর রশিদ তারেক- নওগাঁ

নওগার নিয়ামতপুরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মারুফ হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্রামে বাবার সাথে জমিতে হাল চাষের কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারুফ মারা যায়। মারুফ হোসেন পীরপুর গ্রামের হারুনের ছেলে। খবর পেয়ে স্হানীয়রা ছুটে যান সেখানে।

স্থানীয়রা জানান, বাবার সাথে হারুন ঘোড়া নিয়ে হাল চাষ করতে যান। জমিতে তার বাবা চাষ করলেও মারুফ জমির আইলে দাঁড়িয়ে ছিল। বিকেলে কালো মেঘে ঢেকে যায় চারিদিকে। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় মারুফ।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular