আব্দুর রশীদ তারেক:
২০০৬ সালে ২৮ অক্ঠোবর আওয়ামীলীগের লগি-বৈঠার আঘাতে ১৪জন জামায়াত-শিবিরের নেতাকর্মী নিহত ও বহু আহত হন। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্ঠোবর) বিকেল সাড়ে ৪টার সময় শহরের তাজের মোড় শহীদ মিনার পাদদেশে নওগাঁ পৌর ও সদর থানা জামায়াতের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মাও: শফিকল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ পূর্ব জামাতের নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দীন।
নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড:আব্দুর রহিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারী ও সাবেক নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আ,স,ম সায়েম,নওগাঁ সদর উপজেলা জামায়তের আমীর মাও: মোনায়েম হোসাইন, নওগাঁ জেলা পূর্ব শিবিরের সভাপতি সারোয়ার হোসেন, সেক্রেটারী রবিউল ইসলাস প্রমুখ।