পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৯ হাজার ১৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন চশমা প্রতীকের আলহাজ্ব আঃ ছালাম মৃধা। রবিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে পটুয়াখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
কমলাপুর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে মেম্বার হলেন যারা
১নং ওয়ার্ড মেম্বার – মোঃ নজরুল সিকদার, প্রতিক তালা,২নং ওয়ার্ড মেম্বার -আবু জাফর সরকার, টিউবওয়েল,৩নং ওয়ার্ড মেম্বার – মোঃ আশ্রাফ আলী, প্রতিক মোরগ,৪নং ওয়ার্ড মেম্বার-মোঃ বসির মৃর্ধা, প্রতিক মোরগ,৫নং ওয়ার্ড মেম্বার- মোঃ বাবুল মিয়া, প্রতিক ফুটবল,৬নং ওয়ার্ড মেম্বার – গৌতম পাল, প্রতিক ফুটবল, ৭নং ওয়ার্ড মেম্বার – সবুজ হাওলাদার, প্রতিক মোরগ,৮নং ওয়ার্ড মেম্বার – সুলতান পাঠান, প্রতিক মোরগ,
৯নং ওয়ার্ড মেম্বার – মোঃ মিজানুর রহমান, প্রতিক তালা।মহিলা মেম্বার ১ ২ ৩ ওয়ার্ডে মোসাঃ আসমা বেগম, প্রতিক বই ৪ ৫ ৬ উম্মে হানি,৭ ৮ ৯ মহিলা মেম্বার আফরোজা প্রতিক কলম।