আর কে রেজা, বিশেষ প্রতিনিধি,গাজীপুর থেকে
ঢাকার অদুরে গাজীপুর জেলা শিল্প অধ্যুষিত হলেও রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি জেলা। দেশের বৃহত সিটি কর্পোরেশনে হওয়ায় গাজীপুর গুরুত্বপূর্ণ একটি নগর হিসেবে পরিলক্ষিত। গাজীপুরের কুনিয়া বড়বাড়ির বিখ্যাত সরকার বংশের প্রিয় ব্যক্তিত্ব হাসেম সরকার এর সুযোগ্য সন্তান আব্দুল আউয়াল সরকার।
১৯৭৭ সালের ৩১ ডিসেম্বর জন্ম কুনিয়া বড়বাড়ি এলাকায়। ১৯৯২ সালের রাজনৈতিক হাতেখড়ি হলেও বিএনপি'র রাজনৈতিক আঁতুরঘর খ্যাত ছাত্রদলের নাম লেখানো দিয়ে রাজনৈতিক পথচলা শুরু। সেই ১৯৯২ থেকে ২০২৪ সাল দীর্ঘ ৩২ বছরের রাজনৈতিক ক্যারিয়ার বলে দেয় আউয়াল সরকারের রাজনৈতিক উপস্থিতি। গত ১৭ বছরে রাজনৈতিক প্রেক্ষাপট একনায়কতন্ত্র দেখা গেলেও ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার কখনোই থেমেছিলেন না সমাজসেবা থেকে মানবসেবায় সবকিছুতে প্রাণবন্ত উপস্থিতিতে সরব রেখেছেন এই বড়বাড়ির কৃতি সন্তান। একাধিক এলাকাবাসী প্রতিবেদককে জানান আব্দুল আউয়াল সরকার দুইবার কাউন্সিলর নির্বাচন করলেও হয়তো জয়ী হতে পারেননি কিন্তু মানুষের মন জয় করে নিয়েছেন। শিক্ষক থেকে শিক্ষার্থী, পথচারী থেকে দোকানী সকলে আব্দুল আউয়াল সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়াও একাধিক স্থানীয় বাসিন্দারা বলেন ৩৭ নং ওয়ার্ড জলাবদ্ধতার মূল মানচিত্র বটে এবং সামান্য বৃষ্টি হলে রাস্তা না ড্রেন বোঝার কোন সুযোগ থাকেনা এই আউয়াল সরকার ড্রেন পরিষ্কার থেকে শুরু করে জলাবদ্ধতা নিরশনে একাধিকবার নিজেকে উজাড় করে দিয়ে এলাকাবাসীর সেবা দিয়েছেন।
অথচ গত ১৭ বছর আওয়ামী সরকার এলাকার মানুষের কথা চিন্তাই করেনি। চিন্তা করেনি সামান্য বৃষ্টি হলে আমাদেরই সন্তানেরা স্কুল কলেজে যেতে পারবে কিভাবে,রোগীরা ঠিক মত যেতে পারবে কিনা হাসপাতালে? এখন সময় হয়েছে পরিবর্তনের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এর পর দেশের অবস্থা সংস্কারময়ী হলেও আব্দুল আউল সরকার সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এজন্য আমরা এলাকাবাসী গর্বিত। ৩৭ নং বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার দৈনিক আজকের আলোকিত সকালের প্রতিবেদককে একান্ত সাক্ষাৎকারে বলেন, ৩২ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয় আছি কখনো কেউ বলতে পারবে না আউয়াল সরকার চাঁদাবাজি সহ খারাপ কাজে লিপ্ত। দুইবার সিটি কর্পোরেশন নির্বাচন করেছি হয়তো কাউন্সিলর হতে পারিনি কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছি তারই প্রেক্ষাপটে যখনই সুযোগ পাই আমার এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে সকল ধরনের জনসেবা করে যাচ্ছি পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনসহ ড্রেন পরিস্কার এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি আউয়াল সরকার দ্ব্যার্থ কন্ঠে বলতে চাই যদিও জনপ্রতিনিধিহীন হয়ে পড়েছে আমাদের এলাকা তাই খালি মাঠে গোল দিতে চাই না জনগণের আস্থা অর্জন করে মানবসেবা করে জন মানুষের নেতা হতে চাই।
রাব্বুল আলামিন আমাকে যদি কবুল করে ইনশাল্লাহ মানবসেবায় বিশেষ করে ৩৭ ওয়ার্ডবাসীকে অধিক মূল্যায়ন করবো।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪