যাত্রী সেজে অটোবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা কালে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে থেকে জনতার হাতে ২জন আটক
গোবিন্দগঞ্প্রতিনিধি
বগুড়া থেকে যাত্রী সেজে অটোবাইকে উঠে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এসে সু-কৌশলে অটো বাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা কালে অটোবাইক চালক নেমে জনতার কাছে সহযোগীতা চাইলে দুই ছিনতাই চক্রের সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এলাকাবাসী সূত্রে জনা যায়, বগুড়া কলনি হতে তরমুজ ব্যবসায়ী যাত্রী সেজে ভাড়া নিয়ে অটো চালককে ভুল বুঝিয়ে তালবাহানা করতে থাকে এরি এক পর্যায়ে পানের সাথে অজ্ঞান করার মেডিসিন খাইয়ে দিলে শরীর ঝিমঝিম করলে গোবিন্দগঞ্জের হাইওয়ে থানার সামনে এসে প্রকৃতিক ডাক সাড়া দেয়ার কথা বলে অটো থেকে নেমে স্থানীয় জনতার কাছে বাঁচার আকুতি জানায় অটো চালক।এতে স্থানীয় লোকজন সামনে এগিয়ে এলে ২ ছিনতাইকারী দৌঁড়ে বাড়ীর ছাদে উঠে যায় এবং ওখান থেকে ঝাঁপদিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়। অটো চালক বলেন, আমাকে বলে মহাস্থান থেকে তরমুজ কিনবে কিন্তু তারা মহাস্থানে পৌঁছলে সামনে জমি আছে বলে তারপরে মোকামতলা,পাকুরতলা,ফাঁসিতলা পার হয়ে হাইওয়ে সামনে আসলে চালকের সন্ধেহ হয় এর মধ্য অটো চালককে একটি পান ও একটি সিগারেট খাওয়ায়।