আর কে রেজা- গাজীপুর
গাজিপুরে শিল্প কারখানায় ধ্বংসাত্মক কার্যক্রম ও নৈরাজ্য ঠেকাতে ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ রোজ সোমবার সকালে ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাজ উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক হাজি লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, কারা নির্যাতিত যুবদল নেতা ইঞ্জিনিয়ার শামীম, যুবদল নেতা জুয়েল সহ ১৮ নং ওয়ার্ডের সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল থেকে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সুরুজ আহমেদ বলেন, গাজীপুরে শিল্প কারখানায় নৈরাজ্য এবং শ্রমিকদের চাকরির দাবিতে একদল দুষ্কৃতিকারী বিভিন্ন কলকারখানায় ভাঙচুর করে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে। তারই ধারাবাহিকতায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি ভাইয়ের দিক নির্দেশনায় শ্রমিক এবং কলকারখানায় কেউ যেন হামলা না করতে পারে সে বিষয়ে আমরা রাজপথে আছি এবং থাকবো।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪