Monday, December 23, 2024
Homeরাজনীতিগাজীপুর আদালতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে জেল হাজতে পাঠানোর নির্দেশ।

গাজীপুর আদালতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে জেল হাজতে পাঠানোর নির্দেশ।

মোঃ মাহবুবুর রহমান সোহেল (স্টাফ রিপোর্টার)

বিজয়ের মাস ডিমেম্বর গাজীপুরের সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান ওরুফে (কিরণ) কে গাজীপুর আদালতে হাজির করা হয়েছে। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে কিরণের ওপর ডিম নিক্ষেপ, প্রিজন ভ্যানে লাথি ও ঢিল ছোঁড়াসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ জনতা ও বিএনপির একাংশ।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে পৃথক একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয়। পরে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

জানা যায়, পুলিশ কিরণকে প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন। এমন সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার ওপর ডিম নিক্ষেপ করে। এসময় আরও কিছু লোক এসে ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারের উদ্দেশে চলে যায়।

এদিকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল করে বিএনপির একাংশ বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার (গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র) মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, কিরণকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখাতে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫ এ নিয়ে যাওয়া হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে বিজিবি।

RELATED ARTICLES

Most Popular