Monday, December 23, 2024
Homeরাজনীতিগাজীপুর কোনাবাড়িতে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

গাজীপুর কোনাবাড়িতে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর জেলার কোনাবাড়ি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৪ রোজ শনিবার গাজীপুর জেলার কোনাবাড়ি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে বিএনপি’র শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

শ্রমিক সমাবেশ সকল ও সার্থক করার লক্ষ্যে গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কোনাবাড়ি মেট্রো থানা শাখার সৌজন্যে ইসমাইল হোসেন রনির সভাপতিতে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে সফল ও সার্থক করার লক্ষ্যে আরো উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোঃ আব্দুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম হোসেন আজম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রায়হান আলম সোবহান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল লতিফ, প্রচার সম্পাদক মোঃ নুরু মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ শ্লোগানে মুখরিত হয়ে সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, জহির রায়হান, ইমান আলী, এরশাদ, সোলাইমান, মিজানুর রহমান, নজরুল ইসলাম, আফজাল হোসেন, সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular