মোঃ আলমগীর হোসাইন (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুর কোনাবাড়ীতে উলামা পরিষদের ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২০ নভেম্বর ২৪ ইং বুধবার দুপুর ২ টায় কোনাবাড়ী পশ্চিম পাড়া জামে মসজিদে শতাধিক উলামায়ে কেরামের উপস্থিতিতে উলামায়ে কেরাম এবং দ্বীনদার জনসাধারণের সংস্কার প্রস্তাবনাকে সামনে রেখে মুরুব্বি আলেমগণের দিক নির্দেশনায় উপস্থিত উলামায়ে কেরাম গণের উন্মুক্ত মতামতের ভিত্তিতে কোনাবাড়ী উলামা পরিষদের আগামী সেশনের তিন বছর মেয়াদে এ কমিটি পুনর্গঠন হয়। আমীরে ফয়সাল হিসাবে দায়িত্ব পালন করেন কোনাবাড়ীর সিনিয়র আলেমে দ্বীন মুফতি আঃ কাইয়ুম মিরাজী। সঞ্চালনায় ছিলেন মুফতি খন্দকার মুজাম্মিল হক ও মুফতি আব্দুল মতিন সিরাজী। উম্মুক্ত মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বাইমাইল কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদ গাহের সন্মানিত খতিব বিশিষ্ট ওয়ায়েজ মুফতি ওবাইদুল্লাহ বিন সাঈদ (দাঃবাঃ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা আঃ ওয়াদুদ, খতিব, জান্নাতুল মাওয়া জামে মসজিদ ১০নং ওয়ার্ড। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন হাফেজ ক্বারী মাওলানা আম্মার সাদিক, ইমাম, কোনাবাড়ী পশ্চিম পাড়া জামে মসজিদ ৯নং ওয়ার্ড। অর্থ সম্পাদক নির্বাচিত হন মুফতি মাহবুবুর রহমান মীর খতিব, কুদ্দুছ নগর কেন্দ্রীয় জামে মসজিদ ৯নং ওয়ার্ড। এছাড়াও কোনাবাড়ীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদরাসার উলামায়ে কেরামগণ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটি পুনর্গঠনের সমাপনী পর্বে নবনির্বাচিত সভাপতি মুফতি ওবাইদুল্লাহ বিন সাঈদ সাহেব বলেন, কোনাবাড়ী উলামা পরিষদ বাতিলের বিরুদ্ধে যথাসাধ্য প্রতিবাদ প্রতিরোধ সর্বদা অব্যহত রাখবে ইনশাআল্লাহ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, কোনাবাড়ী উলামা পরিষদ ইসলাম প্রচারে একনিষ্ঠ ভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বলেন, সকল দ্বীনি সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে যথা সাধ্য আলোকিত সমাজ তৈরিতে কোনাবাড়ী উলামা পরিষদ কাজ করে যাবে ইনশাআল্লাহ। অর্থ সম্পাদক বলেন, মহাসম্মেলন আয়োজন, ত্রাণ বিতরণ উলামায়ে কেরামগনের বিপদ-মুসিবতে পাশে দাঁড়ানো সহ সকল ন্যায়সঙ্গত কাজে কোনাবাড়ী উলামা পরিষদ সক্রিয় ভুমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ।