স্টাফ রিপোর্টারঃ
গত ৬ই জানুয়ারি বিকেল ৪ টায় গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল মির্জাপুর তালহা গার্মেন্টসের সামনে নাগরিক ঐক্য মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বিএনপির কতিপয় সন্ত্রাসী তারেক জিয়া স্লোগান দিয়ে মানববন্ধনে এসে হামলা চালায়। নাগরিক ঐক্য মানববন্ধনে থাকা ব্যানার টেনে হিছরে নিয়ে যায় এবং বিএনপি কতিপয় সন্ত্রাসী তাদের সাথে থাকা দেশিও অস্ত্র দিয়ে নাগরিক ঐক্য কর্মীদের উপর হামলা চালায় এতে ৩ জন আহত হয়। আহতরা হলেন সদর উপজেলা নাগরিক ঐক্যর সদস্য আব্দুল বাতেন, সদর উপজেলা সভাপতি আব্দুল গনি, মির্জাপুর ইউনিয়নের সভাপতি ইউসুব, কিছুখনের মধ্যে জয়দেবপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন।
মাগরিবের পর জয়দেবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হালিম তালহার গেইটে আসেন। এ সময় অফিসার ইনচার্জ আব্দুল হালিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি প্রতিদিনের মত এখানে পরিদর্শনে আসি। এখানে এসে জানতে পারি বিএনপি এবং নাগরিক ঐক্য সংঘর্ষ হয়েছে। তবে এই পর্যন্ত বিএনপি ও নাগরিক ঐক্যের কেউ আমাকে কোন অভিযোগ করেনি অভিযোগ করলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নাগরিক ঐক্য গাজীপুর মহানগরের আহবায়ক ডাঃ রাশেদুল হাসান রানার কাছে জানতে চাইলে তিনি বলেন গতকাল সদর উপজেলা নাগরিক ঐক্যের অফিস এবং ২ টা মোটরসাইকেল পুরিয়ে দেয় তার প্রতিবাদে মানববন্ধন করতে আসি। মানববন্ধন চলা কালীন কতিপয় বিএনপি সন্ত্রাসীরা এসে আমাদের উপরে হামলা চালায় এবং একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে, বাকি দুজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই তারপরও তারা এভাবে হামলা করতে পারলো এটা বুঝতেই পারি নাই। আমার জানামতে মানববন্ধনে অনুষ্ঠানে কেউ হামলা করে এটা আমার জানা ছিলো না। কারণ মানববন্ধন যে কেউ করতে পারে এমনকি সরকারের বিরুদ্ধে ও মানববন্ধন করতে পারে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪