Tuesday, December 24, 2024
Homeদেশগাজীপুর সমাজ উন্নয়ন সংস্থা’র সাংগঠনিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থা’র সাংগঠনিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল বারী


গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থা’র সাংগঠনিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শনিবার সকালে শহরের হাবিবুল্লাহ স্মরণিতে সংস্থা’র সভাপতি হেলেনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা (নিশি’র) সঞ্চালনায় এ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল লক্ষ্য উদ্দ্যেশ্যেকে প্রাধান্ন দিয়ে বক্তারা বলেন সমাজ উন্নয়ন কার্যক্রম শহর এলাকার উন্নত জীবন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হবে। সকলের সমন্বয় সাধনের মাধ্যমে শহর-গ্রাম এলাকার পিছিয়েপড়া ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে জনগোষ্ঠীকে সংগঠিতকরণ, সংস্থাসমূহের কর্মকাণ্ডের সমন্বয় সাধন, দক্ষতা উন্নয়ন বিভিন্ন প্রশিক্ষণ, সামাজিক কার্যক্রম গ্রহণ করার জোর তাগিদ দেওয়া হয়। সংস্থার সভাপতি হেলেনা বেগম বলেন, মানুষের আর্থ সামাজিক উন্নয়নের ভূমিকা রাখবে গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থা। জনগনের কর্মসংস্থান সৃষ্টি, জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ, নারীর ক্ষমতায়ন, বিশুদ্ধ পানীয় জলের জন্য সহায়তা, স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচি, সামাজিক বনায়ন কর্মসূচি আরো বেশি বাস্তবায়ন করা হবে। এতে গাজীপুর উন্নয়ন সংস্থা’র সদস্যরা একমত পোষন করেন।

সংস্থার অন্যান্য সদস্যদের মধ্যে মোসাঃ তাহমিনা আক্তার আমরিন, মোসাঃ আয়েশা আক্তার আফরিন, নাসরিন আক্তার, শিল্পী, লাইলাতুল ফেরদৌস ইভা, মুর্শিদা রহমান মুর্শিদা, শিউলী, শারমিন আক্তার, লিমা, মোসাঃ রিফাতারা শিরিন, হালিমা খাতুন, রুমা রহমান, রিপন মোল্লা, রাজু আহমেদ, খন্দকার রফিক, মিজান ও মো: আব্দুল বারী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular