Tuesday, December 24, 2024
Homeরাজনীতিঝিনাইদহ কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ঝিনাইদহ কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ঝিনাইদহ থেকে। মোঃ মাহাবুবুর রহমান।

ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ও জামাল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।কোলা-হাইস্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের নেতা বাদল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এদেশে বসবাসকারী সবার পরিচয় আমরা বাংলাদেশি। অতি প্রাচীনকাল থেকে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। কিন্তু বর্তমানে গা ঢাকা দেওয়া আওয়ামী লীগের দুষ্টু প্রকৃতির নেতারা দূর থেকে এ সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু সবচেয়ে বড় সত্য, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আর অন্য সময় তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা মানুষ আজ ভালোভাবে বুঝে গেছে। তাছাড়াও বিগত আওয়ামী আমলের সময়ে চারপাশে তাকালে তারই প্রমাণ মিলছে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পেছনের দরজা দিয়ে খুনি আওয়ামী লীগের ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাই মিলেমিশে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে এবং তার প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জবেদ আলী, গোলাম সরোয়ার মোল্যা, শুকুর আলী, জাফর ইকবাল, জলিল রানা, তিথি রানী ভদ্র, সুজন কুমার ঘোষ, অশ্বিন বিশ্বাস ও ইউপি সদস্য দিলীপ বিশ্বাস প্রমুখ।পরে দুপুরে গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular