Tuesday, December 24, 2024
Homeরাজনীতিনওগাঁর রাণীনগরে দীর্ঘ ১৭ বছর পর জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে দীর্ঘ ১৭ বছর পর জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

“নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহিদের” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে দীর্ঘ প্রায় ১৭বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর সদর ইউনিয়ন শাখার উদ‍‍্যােগে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমীর মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে ও সদর ইউনিয়নের আমীর খন্দকার ডা: আনজির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পূর্ব-এর আমীর খ,ম, আব্দুর রাকিব।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য প্রফেসর মো: জাহাঙ্গির আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার সেক্রেটারী মো: শামিনুর ইসলাম শামীম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ডা: আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও পবিত্র কোরআন থেকে বিশেষ আলোচনা করেন ওলামা বিভাগের নওগাঁ জেলার সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদি। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য উপজেলার পারইল ইউনিয়নের আমজাদ হোসেনের জানাজা নামাযে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

Most Popular