Monday, December 23, 2024
Homeরাজনীতিনালিতাবাড়ীতে বিএনপির সাবেক সভাপতি নুরুল আমীনের সম্মেলনের বিরুদ্ধে বিএনপির সকল সংগঠনের...

নালিতাবাড়ীতে বিএনপির সাবেক সভাপতি নুরুল আমীনের সম্মেলনের বিরুদ্ধে বিএনপির সকল সংগঠনের পাল্টা সংবাদ সম্মেলন।

উসমান ফারুক-নালিতাবাড়ী প্রতিনিধি।

নালিতাবাড়ীতে বালু উত্তোলন কে কেন্দ্র করে ইউএনও ১৪৪ ধারা জারির জের ধরে নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন একটি প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন ২৮শে অক্টোবর।

ওই সংবাদ সম্মেলনে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার মতো বক্তব্য উপস্থাপন করেন নুরুল আমীন।

এরই প্রতিবাদে আজ বুধবার ৩০শে অক্টোবর দুপুরে শহীদ মিনার প্রাঙ্গনে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিএনপি উপজেলা শাখা, শহর শাখা, অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় বস্ত্র ও কুটির শিল্প বিষয়ক সহ সম্পাদক মজিবর রহমান চৌধুরী, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক – উসমান আলী,দুলাল মিয়া, চেয়ারম্যান আইয়ুব আলী, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রিপন, মানিক মিয়া, যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উবায়েদ কলিমোল্লা,শ্রমিক দলের সদস্য সচিব শাহাদত হোসেন সামাদ, ছাত্রদল সভাপতি আপন সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ইউএনও মাসুদ রানার ১৪৪ ধারা কে স্বাগত জানিয়েছেন এবং বিএনপির সাবেক সভাপতি নুরুল আমীন এর বক্তব্যের প্রতিবাদ করে বলেন বিএনপির সকল নেতৃ বিন্দুর বিষয়ে যে সকল তথ্য তুলে দরেন তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং ইউএনও কে উস্কে দিয়েছে।

এ ব্যাপারে ইউএনও মাসুদ রানা বলেন এটা তাদের দলিয় বিষয় আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতেই ১৪৪ ধারা জারি করেছিলাম।

RELATED ARTICLES

Most Popular