আব্দুর রশিদ তারেক- নওগাঁ
বগুড়ার জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
আজ ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে এলাকার কানুনগো মাঠে এ সুধী সমাবেশ অনুষ্টিত হয়।বাংলাদেশ রেলওয়ে সাবেক কর্মকর্তা ও শ্রমিক নেতা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার হোসেন, পৌর বিএনপির সাংঘনিক সম্পাদক ও ৭নং ওয়াড বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি আফতাব হোসেন চুট্টু, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, আফাজ উদ্দীন, যুবদল নেতা মানিক, রবিউল, আলম, শুভ, ছাত্রদল নেতা অভি, সোহেল, অন্তর, ৭নং ওয়াড কাউন্সিলর আব্দুল কুদ্দুস, সমাজ সেবক ও সাবেক স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম, সান্তাহার এতিমখানা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফিরোজ হোসেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকায় বিগত দিনে কয়েকজন পরিচিত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তারা যেন মনে করে সেইদিন শেষ। বক্তারা বলেন, আগামী ১০দিনের মধ্যে যারা মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত তারা যেন এলাকা ছেড়ে চলে যান। নতুবা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪