নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ জেলার উত্তর,দক্ষিণ ও মহানগর এর উদ্যোগে শনিবার ৭ সেপ্টেম্বর বেলা ৩ টায় ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এক বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এর জি,এম,রুহুল আমীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর এর সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ এর সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী।
উল্লেখ্য যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আহাম্মদ আলী এর নেতৃত্বে ময়মনসিংহ বড় মসজিদ এর প্রাঙ্গন থেকে একটি বিশাল মিছিল নিয়ে কৃষ্ণচুড়া চত্বরে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মাহমুদুক ইসলাম শিমুল,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,আনন্দ, জিয়াউর রহমান, তুহিন, ওমর ফারুক, অভি বেপারী,গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ আরোও অনেকেই।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪