বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী যুবদলকে সক্রিয় ও সুসংগঠিত করতে উপজেলার ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বানারীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সংগ্রামী সদস্য সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে আহ্বায়ক ও মোঃ সোহেলকে সদস্য সচিব করে ০৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য হলেন সি: যুগ্ন আহ্বায়ক মোঃ শাহীন হোসেন, যুগ্ম আহ্বায়ক রাজিব, সাদ্দাম হাওলাদার, মিজান সরদার, সরোয়ার মীরা, সৈয়দ আল আমিন, মিলন হাওলাদার, কামরুল হাসান মন্টু, রিপন খান, দুলাল হোসেন মিঠুসহ ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করে। সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষনা করায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপি’র একমাত্র কান্ডারী এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।নব ঘোষিত কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, বরিশাল জেলা যুবদলের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ, বানারীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমরা সলিয়াবাকপুর যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন আমাদের নেতা এস. সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারের হাতকে শক্তিশালী করতে সর্বদা রাজপথে থেকে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবো।