Tuesday, December 24, 2024
Homeরাজনীতিসাংবাদিক কাজল খানের মায়ের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

সাংবাদিক কাজল খানের মায়ের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :

ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,সাংবাদিক এম কাজল খানের মায়ের মৃত্যু পরবর্তী পঞ্চম দিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

যানা যায় গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি ও বাসন মেট্রো থানা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি, এম কাজল খানের “মা” গত ০১ লা জুলাই ২০২৪ ইং সোমবার সময় ভোরবেলা তাহার নরসিংদীর নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল এক শত এক বছর। মৃত্যু পরবর্তী কালে ইসলামী বিধান অনুযায়ী ৫ই জুন শুক্রবার মায়ের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

গাজীপুর জেলা রিপোর্টাস ইউনিটি ও বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের, প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক এম কাজল খানের মায়ের মাগফেরাত কামনায় মরহুমার নিজ বাড়ি নরসিংদীর রায়পুরা পৌরসভার ৭ নং ওয়ার্ড শ্রীরামপুরে পরিবারের পক্ষ থেকে এবং গাজীপুর মহানগর ১৫ নং ওয়ার্ড বাসন ভোগড়া, চৌধুরী বাড়ী কামিজ আছিয়া চৌধুরী নূরে মদিনা জামে মসজিদে ০৫ জুলাই, রোজ-শুক্রবার, বাদ জুন্মা এম কাজল খানের একক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

এম কাজল খান তার মায়ের জন্য সবার কাছে বেশি বেশি করে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌউস নসিব করেন।

ভোরের কন্ঠের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক- মোঃ আব্দুল বারী মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন। পরম করুণাময় ও অসীম দয়াময় আল্লাহ তায়ালার নিকট মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

RELATED ARTICLES

Most Popular