মো: আব্দুল বারী:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ সকাল ১০ ঘটিকায় গাজীপুর মহানগরের কোনাবাড়ির ৯ নং ওয়ার্ড মোহাম্মদ আবদুল কুদ্দুছ উচ্চ বিদ্যালয় এর আয়োজনে আলোচনা সভা এবং বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে শিক্ষক দের তৎপর্য এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক দের ভুমিকা সম্পর্কে আলোকপাত করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিধান কৃষ্ণ বর্মন, গোলাম মোস্তফা সরকার,আব্দুল্লাহ আল মামুন,মোহাম্মদ আজগর আলী ও সুফিয়া আক্তার সহ অনেকে।
মোহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড ঠিক রাখার জন্য অনন্য প্ররিস্রম করে থাকেন এবং শিক্ষার মান উন্নয়নে আমাদের শিক্ষকবৃন্দ কঠোর পরিস্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীর সপ্ন পুরনে প্রধান পরিপুরক হিসেবে সহায়ক ভুমিকা পালন করে থাকেন।
এছাড়াও অন্যান্য অতিথিদের বক্তব্যের মাধমে শিক্ষক দিবসের মাহাত্ম্য তুলে ধরে আলোচনার মাধমে বিশ্ব শিক্ষক দিবস এর আয়োজন সমাপ্ত করা হয়।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪