আহমাদুল রহমান , গাজীপুর প্রতিনিধি
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পুনরায় বহাল হয়েছে শনিবারের সাপ্তাহিক ছুটি। কিন্তু আগামী ৩ জুলাই থেকে ষান্মাসিক মূল্যায়ন শুরু হচ্ছে। ফলে মূল্যায়নের জন্য যদি শনিবার নির্ধারিত হয় তবে সেদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হবে। এতে জুন মাসে ছুটি পেলেও জুলাইয়ে মিলছে না শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি।বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার সই করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে শৈত্যপ্রবাহ ও তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল ফলে বড় আকারে শিখন ঘাটতি তৈরি হয়, এতে নতুন শিক্ষাক্রমে মূল্যায়নেও বড় সমস্যা পরিলক্ষিত হয়। ফলে এই শিখন ঘাটতি পূরণে গত ৪ মে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে (ষষ্ঠ-দশম) শনিবারের ছুটি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে নামেন। এতে বাধ্য হয়ে ঈদের পর শনিবারের ছুটি ফিরিয়ে দেওয়া হয়।শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৫ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনমূলে সাপ্তাহিক শনিবার শ্রেণি কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হলো এবং আগের মতো শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল করা হলো। ৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলেও মূল্যায়নসহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।ষান্মাসিক মূল্যায়নের রুটিন বিশ্লেষণ করে দেখা গেছে, আগামী জুলাইয়ের প্রতিটি শনিবারে মূল্যায়নের সময়সূচি রয়েছে। প্রথম শনিবার পড়ছে ৬ জুলাইয়ে ষষ্ঠ শ্রেণির ইংরেজি, সপ্তম শ্রেণির শিল্প ও সংস্কৃতি, অষ্টমের জীবন ও জীবিকা এবং নবম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শনিবার ১৩ জুলাইয়ে ষ
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪