Monday, December 23, 2024
Homeশিক্ষানালিতাবাড়ীতে শিক্ষা উপকরণ বিতরণ।

নালিতাবাড়ীতে শিক্ষা উপকরণ বিতরণ।

মোঃউসমান ফারুক

নালিতাবড়ীতে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারী প্রতিষ্ঠান ‘ডপস’।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

বেসরকারী প্রতিষ্ঠান ‘ডপস’ এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহিন মিয়া বিএসপি’র সভাপতিত্বে এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য রাখেন ডপস এর সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট শহিদুর রহমান।

এসময় অন্যান্যের মাঝে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা, নয়াবিল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বক্তব্য রাখেন।

এতে সিনিয়র সাংবাদিক বিপ্লব দে কেটু, ডপস এর সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী, জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দরিদ্র অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ‘ডপস’ জেলার ৫টি উপজেলাতেই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করবে বলে আশ্বস্থ করেন।

RELATED ARTICLES

Most Popular