Tuesday, December 24, 2024
Homeশিক্ষাবিদ্যাকুুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

বিদ্যাকুুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

মোঃ খলিলুর রহমান খলিলঃ

আজ ২২/০৬/২০২৪রোজ শনিবার ঐতিহ্যবাহী বিদ্যাকুট অমর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি অমর ভট্টাচার্য ১৯১৩ সালে বিদ্যাকুটে প্রতিষ্ঠিত করেন।বিদ্যালয়টি ১১৩ বছরের গৌরবময় সফলতার মাধ্যমে পা রেখেছে।বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, এসপি বিল্লাল হোসেন, এএসপি জুলফিকার আলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভিপি আব্দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক সরকার, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, চেয়ারম্যান জসীমউদ্দিন আহমেদ, জাকারুল হক চেয়ারম্যান, মেহেদী জাফর দস্তগীর চেয়ারম্যান, কৃষিবিদ সাজিদুল ইসলাম, বির্মেলন্দ ভট্টাচার্য, প্রফেসর আসাদুজ্জামান, অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সালাউদ্দিন বাবু ও আব্দুল মাজেদঅনুষ্ঠানে দেশ বিদেশে নিজ পেশায় প্রতিষ্ঠিত হাজারো প্রাক্তন শিক্ষার্থীদের সমাগম ঘটে। আলোচনা সভা শেষে দেশের বিখ্যাত শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

RELATED ARTICLES

Most Popular