মোঃ উসমান ফারুক-নালিতাবাড়ী
নালিতাবড়ীতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারী স্কুলের পদায়ন বন্ধ রাখা শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলীপি প্রদান করা হয়।
আজ মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর বেলা ১১টার সময় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন নালিতাবাড়ী উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের শিক্ষকমন্ডলী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ ও শিক্ষকদের এমপিও করণ করে বৈষম্য দূরীকরণের দাবি জানান।বক্তৃতা দানকালে বক্তারা সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয়করণ হওয়ার আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে ও সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান। মানববন্ধন শেষে নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার কাছে শিক্ষক মন্ডলিরা স্মারকলিপি প্রদান করেন।
গড়কান্দা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাহমুদ মোস্তফার সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল সানী, উত্তর নাকশী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, হিরন্ময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, নয়াবিল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, রূপনারায়নকুড়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম, পাঁচগাও দাখিল মাদরাসার সুপার জাহেদ উল্লাহ, দক্ষিণ রানীগাঁও এসএ দাখিল মাদরাসার সুপার আলতাফ হোসেন প্রমুখ। এসময় উপজেলার অন্যান্য বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।