আল্লাহ বাঁচাবে প্রাণ আমরা করবো রক্তদান”এই স্লোগান ও মানবসেবার পবিত্র ইচ্ছা নিয়ে ২০২০ সালে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সবুজ মোল্লা জিকু সাহেব। তার সাথে বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খান সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন এর সদস্য গণ নিজেদের কে মানব সেবায় বিলিয়ে দেয় এবং সফলভাবে চারটি বছর অতিক্রম করার পর ফাউন্ডেশন টি পঞ্চম বছরে পদার্পণ করল।
বর্তমানে ফাউন্ডেশনের অধীনে সাতটি বিভাগীয় কমিটি এবং অনেক জেলা শাখা কমিটির সদস্যবৃন্দ নিরলস ভাবে মানব সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর। গত চারটি বছরে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন এর অধীনে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ, মুমূর্ষ রোগীর জন্য রক্তদান, অসহায় দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, বেকার দের জন্য কর্মসংস্থান, শিশু ও বাচ্চাদের মধ্যে লেখা পড়া এবং মেধা বিকাশের জন্য শিক্ষা সরঞ্জাম বিতরণ, রোজার সময় ইফতার, বিভিন্ন আপদকালীন দুর্যোগে ত্রাণ বিতরণ, সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। এবং এ কার্যক্রম ফাউন্ডেশন এর অধীনে সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম আরো সুন্দর ও সুস্থভাবে পরিচালনার জন্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সবুজ মোল্লা জিকু সাহেবের উদ্যোগে ১০/০১/২০২৫ তারিখে গাজীপুর জেলার গাছা থানায় ৩৬ নং ওয়ার্ডে কেন্দ্রীয় কমিটির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির গাছা থানার সাবেক আহ্বায়ক এ এইচ সিরাজুল ইসলাম সাহেব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির গাছা থানার আহবায়ক মোঃ ইমতিয়াজ মুজতবা খান তুষার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পপুলার হসপিটালের সহকারী পরিচালক ডি এম ডাঃ জুয়েল রানা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন সেবা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাব্বি হাসান শাকিল। এবং এপেক্স হোল্ডিং গার্মেন্টস এর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির গাছা থানার আহবায়ক সদস্য মোঃ মহিউদ্দিন রয়েল, ৩৬ নং ওয়ার্ড এর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী আহসান উল্লাহ রাতুল, দা লিডস একাডেমি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আখতার হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা শ্রী মানিক সরকার ও শ্রী সুভাষ দাস। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও সভাপতি সবাই ফাউন্ডেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হন সবাই নিজ নিজ বাণীতে ফাউন্ডেশন এর সাফল্য কামনা করেন। ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ঘোষণা দেওয়ার পর আমন্ত্রিত অতিথিগণ ভবিষ্যতে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধনের পর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সবাইকে একসাথে নিয়ে দোয়া ও মোনাজাত এবং মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।