Tuesday, December 24, 2024
Homeসেবাঝিনাইদহে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

ঝিনাইদহে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ শাখার উদ্যোগে এক অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বাজার তদারকি কার্যক্রম এর অংশ হিসেবে আরাপপুর বাজার ও ভুড়ুয়াপাড়া, বাইপাস মোড়ে উক্ত অভিযানটি পরিচালিত হয়। উক্ত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০১টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন মোছাঃ শরিফা খাতুন, সাধারণ সম্পাদক, ক্যাব, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে।

RELATED ARTICLES

Most Popular