প্রতিপাদ্য অনুযায়ী কল্যাণকর কাজের ধারাবাহিকতায় ৩ জুন ২০২৪ বিডি ক্লিন এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে #জেলাপ্রশাসকেরকার্যালয়ে #বিডিক্লিনখুলনা টিমের যোদ্ধাদের সাথে দুর্লভ প্রজাতির #রক্তচন্দনগাছরোপন করেন খুলনা জেলার জেলা প্রশাসক #জনাবখন্দকারইয়াসিনআরিফিন ও #রুবায়েত_আহমেদ জেলা প্রশাসক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খুলনা।
প্রাঙ্গণে ৩ টি দুর্লভ প্রজাতির ‘রক্ত চন্দন’ গাছ রোপন করা হয় ও ৩ জুনকে ’জাতীয় পরিচ্ছন্নতা দিবস’ হিসেবে ঘোষণা পেতে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার এ স্বপ্ন বাস্তবায়নে ৮ বছর শেষে ৫৮টি জেলা টিম আর ১৫৭ টি উপজেলা টিমের সাথে সক্রিয়ভাবে কাজ করছে ৪৬০০০ এর অধিক সক্রিয় সদস্য।
বিডি ক্লিন এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিডি ক্লিন এর সাথে যুক্ত অথবা দেশ ও প্রবাসে বসবাসরত সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা, ভালবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। একইসাথে আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।