নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :
আজ পহেলা মে ২০২৪ যা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। আজ এই দিবস উপলক্ষে সারা বিশ্বব্যাপী শ্রমিক সংগঠন তাদের নিজস্ব দাবি-দাওয়া কে তুলে ধরার উদ্দেশ্যে প্রত্যেকের নিজস্ব ব্যানারে প্রকাশ করে।
পাশাপাশি কিছু মহৎ ব্যক্তি কঠিন তাপদাহে পথচারীদের মাঝে ও খেটে খাওয়া শ্রমিক ভাইদের এক গ্লাস ঠান্ডা পানি লেবুর শরবত পান করানোর মহৎ উদ্যোগ নিয়েছেন।ঠিক তেমনি এক মহৎ উদ্যোক্তা আমাদের মোঃ বাবুল হোসেন ভাই। যাহার পরিচয় অল্প করে বলে শেষ করা যাবেনা। বাবুল হোসেন ভাই নিজ হাতে এবং তাদের সংগিদের নিয়ে পথচারীদের সরবত পান করান।গাজীপুর সিটি কর্পোরেশন ১৫নং ওয়ার্ড বাইপাস পিয়ারা বাগান ঢাকা টাংগাইল মহাসড়কে এ পানি পান করান। তীব্র তাপদাহে পথচারীদের এক গ্লাস পানি পান করে আওয়ামী লীগ নেতা মো: বাবুল হোসেন ভাইয়ের প্রশংসা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন তার জন্য সে যেন আরো বেশি বেশি ভালো কাজ করেন।
মো: বাবুল হোসেন সাবেক ম্যাগাজিন বিষয়ক সম্পাদক, ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ ও সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, সাবেক সদর থানা আওয়ামী যুবলীগ। আরো উপস্থিত ছিলেন: রফিকুল ইসলাম লিটন সাবেক সদস্য গাজীপুর মহানগর ছাত্রলী। রিপন মন্ডল, (ক্রিকেটার বাংলাদেশ এ দল), মাসুম রানা টিটু জুয়েল শাকিল জামাল সজীব রশিদ আবু তালেব সহ আরো অন্যান্য
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪