ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ব্র্যাক অফিস প্রাঙ্গনে। জেলা সমন্বিত চক্ষু সেবা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উছেন মে। পরিদর্শনকালে চক্ষু চিকিৎসা ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিনিধি ব্র্যাক জেলা সমন্বয়ক, জনাব শিপ্রা বিশ্বাস, কোটচাদপুর ব্র্যাক অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্প সহকারী মো: আজাহার আলী ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমান সহ একটি চক্ষু চিকিৎসা সেবা দান কারী দল। বাংলাদেশ থেকে ছানিজনিত অন্ধত্ব দূরীকরণে সাইটসেভার্স এর অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে ২০১৭ সাল থেকে ঝিনাইদহ জেলার সকল উপজেলায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে দরিদ্রদের চোখের ছানি অপারেশন করা হচ্ছে, যা ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে। উক্ত প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে জেলার বিভিন্ন উপজেলায় চোখের ছানি রোগী নির্বাচনে ক্যাম্প এর আয়োজন করা হয় এবং বাছাইকৃত ছানি রোগীদের খুলনা শিরোমণি চক্ষু হাসপাতালে প্রকল্পের নিজস্ব খরচে নিয়ে যাওয়া হয়। এবং অপারেশনের পর নির্ধারিত স্থানে পৌঁছে দেয়া হয়। অপারেশন কৃত রোগীদের নিয়মিত ফলোআপ করা হয় ও বিনামূল্যে চশমা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে মোট ৩৫০ জন রোগীকে প্রাথমিক চক্ষু সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৩৪ জন ছানি রোগীকে অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। পরিদর্শনকালে কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব উছেন মে ক্যাম্পের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলার দরিদ্র মানুষের চক্ষু সেবার জন্য এমন প্রকল্প চালু থাকা প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেন।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪