নিজস্ব প্রতিবেদক,
তাত ও বস্ত্র শিল্প পন্য মেলা প্রতি বছরের ন্যায় এবার ও অনুষ্ঠিত হয়েছে বগুড়া শহরে ঠনঠনিয়া মাঠে।
এই মেলা শিশু কিশোর ও তরুণ তরুণী সবাই আসছে এবং মেলায় সকল ধরনের দোকান বসেছে।
মেলায় প্রবেশ মুল্য ২০ টা, কিন্তু ওই একি টিকিট এই মেলার শেষ দিন হবে র্যেফেল ড্র প্রায় ৫২ টি পুরুস্কার আছে।
রাতের সময় মেলা দেখার মতো অনেক জাকজমক ও আলোক সজ্জিত, এ ছাড়াও বাচ্চা দের অনেক রাইড আছে যা শিশু রা উপভোগ করতে পারছে,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্তন মেলায় অনেক ভিড় থাকে রাতে আরো লোক সমাগম বেশী, ছুটির দিন গুলো তে আরো বেশী লোকের সমাগম দেখা যাচ্ছে,
মেলা দায়িত্ব পালন করছে বগুড়া জেলা প্রাসাশক