Monday, December 23, 2024
Homeদেশনড়াইল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা কে...

নড়াইল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা কে সংবর্ধনা প্রদান।

সাচচু মোল্লা (নড়াইল)।

নড়াইল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।ইং৩০/৪/২০২৪ তারিখ
(মঙ্গলবার)দুপুর একটায় বারের সভাপতি এ্যাড উত্তম কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের কৃতিসন্তান জাতীয় সংসদ এর হুইপ মাশরাফি বিন মুর্তজা। বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড সুবাস চন্দ্র বোস, বারের সম্পাদক এ্যাড পরিতোষ কুমার বাগচি,এ্যাড ইকবাল হোসেন সিকদার, এ্যাড অচিন চক্রবর্তী, এ্যাড মোঃ আলমগীর সিদ্দিকী, এ্যাড আকিকুর রহমান, এ্যাড নজরুল ইসলাম, এ্যাড নূর মোহাম্মদ, এ্যাড হেমায়েতউল্লাহ হিরু প্রমুখ। হুইপ মাশরাফি বিন মুর্তজা বার ও নড়াইলের জন্য সকল প্রকার পদক্ষেপে গ্রহণ করার আশ্বাস দেন।

RELATED ARTICLES

Most Popular