Wednesday, December 25, 2024
Homeরাজনীতিগাজীপুর কাপাসিয়া উপজেলার নির্বাচনে নির্বাচিত হলেন যারা

গাজীপুর কাপাসিয়া উপজেলার নির্বাচনে নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক,
গাজীপুর জেলার কাপাসিয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন শিখা।

বুধবার ৮ই মে ২০২৪ সকাল ৮ ঘটিকা হইতে বিকেল ৪টা পর্যন্ত ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মো. আমানত হোসেন খান পেয়েছেন সর্বোচ্চ ৪৫ হাজার ৯২৯ ভোট পেয়ে প্রাথমিক নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী,
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. হাফিজুল হক চৌধুরী আইয়ুব (টিয়া পাখি) প্রতীকে সর্বোচ্চ ৪৭ হাজার ৩৩ ভোট পেয়ে প্রাথমিক নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী,
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শামীমা নাসরিন শিখা (ফুটবল)প্রতীকে সর্বোচ্চ ৬৫ হাজার ভোট পেয়ে।

RELATED ARTICLES

Most Popular