Monday, January 13, 2025
HomeFeaturedএস এসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

এস এসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে এস এসসি পরীক্ষায় ফেল করে মিতু (১৭) নামে এক ছাত্রী (পরীক্ষাথী) গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুর সুয়া ১টায় হরিপুর উপজেলার কামার পুকুর গ্রামে মোশারফ হোসেনের বাড়িতে। মৃত মিতু মোশারফ হোসেনের কন্যা। মৃতের বাব মোশারফ বলেন, সে কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এস এসসি পরীক্ষা দিয়েছিল। ১২ মে এস এসসি পরীক্ষার ফল প্রকাশ হলে সে পরীক্ষায় তিন বিষয়ে ফেল করে। বাবা মা ও পাড়া প্রতিবেশী, সহ পাটিদের মুখ দেখানোর লজ্জায় মনের দুখে দুপুরে বাড়ির সকলের ওগোচরে তার শয়ন ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে। ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, পরীক্ষায় ফেল করায় লোক লজ্জায় সে আত্বহত্যা করেছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, ঘটনা স্থলে গিয়ে ঘটনা পরিদর্ণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতের লাশ তার বাবার নিকট বুজে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular