Tuesday, December 31, 2024
Homeদেশগাছা থানা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পি'র ২০তম...

গাছা থানা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পি’র ২০তম শাহাদাত বার্ষিকী পালন

মো: আব্দুল বারী
গাজীপুর মহানগর প্রতিনিধি

আজ ২০ই মে-২০২৪ রোজ সোমবার শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ২০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাছা “বঙ্গবন্ধু কলেজ” মাঠে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেন গাছা থানা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবী সংগঠন।

শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এম পি।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যক্ষ, মহিউদ্দিন আহমেদ মহি, সভাপতি গাছা থানা আওয়ামীলীগ। সঞ্চালনায় ছিলেন হাজীআদম আলী সাধারণ সম্পাদক, গাছা থানা আওয়ামী লীগ।

বিশেষ অতিথ হিসেেবে বক্তব্য রাখেন গাজীপুরের মাটি ও মানুষের নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান জাহিদ আহসান রাসেল এমপি, বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোঃ আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল সহ অনান্য সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানকে সফল ও সার্থক করার লক্ষ্যে মিছিল নিয়ে উপস্থিত হন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরিশেষে তবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

Most Popular