Friday, December 27, 2024
Homeঅপরাধএমপি আনার হত্যাকাণ্ড হত্যাকারীদের ফাঁসির দাবিতে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচী।।

এমপি আনার হত্যাকাণ্ড হত্যাকারীদের ফাঁসির দাবিতে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচী।।

ঝিনাইদহ থেকেঃ

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনানোয়ারুল আজিম আনারের মরদেহ ফেরত ও হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে শনিবার (২৫ মে) সকাল ৮ থেকে অবস্থান কর্মসূচি চলেছে।
বেলা ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী,
সাধারণ জনতা ব্যানার ফাসির দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে ওই অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

অবস্থান কর্মসূচী থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,
গণমাধ্যমকর্মীদের বলেন, আমাদের প্রিয় নেতা এমপি আনার হত্যাকারীদের ধরতে হবে।
শুনছি নৃশংশভাবে তাকে কেটে টুকরা টুকরা করেছে।
আমরা তার মরদেহ বা টুকরা অংশ বা ডেটথ সার্টিফিকেট পেতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল ও আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম সহ সাধারণ জনগণ।

অবস্থান কর্মসূচীতে অংশ নেওয়া সাধারন জনগণের মধ্যে কয়েকজন ক্ষোভে ফুসে উঠে বলেন,
শুনেছি আমাদের এমপির শরির কেটে টুকরা টুকরা করা হয়েছে। খুনিরা কি তার জামা কাপড় জুতা স্যান্ডেলও কেটে কেটে টুকরা করেছে।
আমরা এমপির ব্যবহৃত জামা কাপড় সামগ্রী ফেরত পেতে চায়।
সেই সাথেই তারা খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে আত্নচিৎকার করতে থাকেন।
উল্লেখ্য, গত ১২ মে ভারতে গিয়ে নিঁখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডটি নিয়ে তার এলাকায় এখনো ধোয়াশা কাটেনি।
ভারত যাবার ১০ দিন পর বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে গনমাধ্যমে প্রচার হয়।
এমনকি তার দেহ খন্ড বিখন্ড করা হয়েছে বলেও প্রচার হয়। এখন পর্ষন্ত তার মরদেহ বা দেহের কোন অংশ এমনকি ব্যবহৃত জামা কাপড় উদ্ধারের খবর না পাওয়াতে সাধারন মানুষের কাছে প্রশ্ন হয়েই ঘুরছে এমপি কি সত্যই মারা গিয়াছে।

RELATED ARTICLES

Most Popular