নিজস্ব প্রতিবেদক,
খাগড়াছড়ির মানিকছড়ি ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকা থেকে দেশীয় তৈরী চোলাই মদসহ ২ জন মাদককারবারী ও একটি সিএনজি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে ) রাত সাড়ে ১টার দিকে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকা থেকে মদ বহনকারী সিএনজি জব্দসহ তাদের আটক করে মানিকছড়ি থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০লিটারমদ বহনকারী সিএনজিসহ দুইজন মাদককারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,৷ ১,মোঃ আলম ওরফে সুমন (৩২), সে লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউপি,র
জুর্গাছড়ি এলাকার (মনির মোল্লার বাড়ির)
মৃত মোজাম্মেল হকের ছেলে। ২. সুমন চাকমা (৪৮), সে একই উপজেলার লক্ষীছড়ি ইউপি’র
বাইন্যাছোলা এলাকার মৃত রবীন্দ্র চাকমার ছেলে।
খাগড়াছড়ি পুলিশ সুপার জনাব মুক্তা ধর জানান, জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বজায় রাখতে অভিযান চালিয়ে দুজন মাদককারবারীকে ১০০ লিটার মদসহ তাদের দুজনকে আটক ও সিএনজি জব্দ করা হয়, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আবু রাসেল সুমন
খাগড়াছড়ি প্রতিনিধি
০১৬১৩২৬৩৮৩২