Wednesday, December 25, 2024
Homeঅপরাধকালিগঞ্জে ৪ মণ মরা গরুর মাংস আটক পালিয়ে গেছে বিক্রেতা।

কালিগঞ্জে ৪ মণ মরা গরুর মাংস আটক পালিয়ে গেছে বিক্রেতা।

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরার কালিগঞ্জে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে চার মণ মাংস মাটিতে পুতে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই প্রতিষ্ঠানটিও সিলগালা করে দেওয়া হয়েছে। তবে মাংস বিক্রেতারা আগেই কৌশলে পালিয়ে যায়।

শনিবার (১ জুন) সকালে কালিগঞ্জ উপজেলার জিরনগাছা বাজারে বিক্রিকালে এই মাংস আটক করে স্থানীয় জনতা।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ফারুক হোসেন ও আব্দুস সালাম জানান, কালিগঞ্জ উপজেলার শৃঙ্খলা গ্রামের মজারুল ইসলাম (৩৫), গোবিন্দপুর গ্রামের মিলন সরদার (৩০) ও মনসুর আলী (৫৫) ঘটনার সূত্র জানাযায় উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বাজুয়া ফরিদপুর গ্রামের হযরত আলীর পুত্র আমিরুল ইসলাম গুটি বসন্ত রোগে আক্রান্ত হওয়া গরুটি বিক্রি করেন। মাংস বিক্রেতা মাজহারুল ইসলাম ও মিলন সরদারের কাছে তারা ভোর রাতে মরা গরু জবাই করে এর মাংস জিরনগাছা বাজারে ভাই ভাই মাংসের দোকানে বিক্রির সময় স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি নিশ্চিত হয়ে মাংসগুলো মাটিতে পুতে বিনষ্ট করার নির্দেশ দেন ও ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করেন। তবে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাংস বিক্রেতারা কৌশলে পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোড আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

RELATED ARTICLES

Most Popular