Monday, December 23, 2024
Homeদেশঝিনাইদহ কালিগন্জ পবিত্র ঈদ-উল আযহার নামাজ আদায়

ঝিনাইদহ কালিগন্জ পবিত্র ঈদ-উল আযহার নামাজ আদায়

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

মোঃ মাহাবুবুর রহমান।

ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহ কালিগন্জ বালিয়াডাংগা ইসলামপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ৭,৩০ মিনিটে টায় এিলোচনপুর ইউনিয়নে বালিয়াডাংগা গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সর্ববৃহৎ এই ঈদের জামাত পরিচালনা করেন, ইসলামপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাহমুদুর রহমান মুকুল।ওমাওলানা আঃ সালাম। সাংবাদিক, শিক্ষক, ব্যাংকার, সেনা সদস্য, পুলিশসদস্য বিজিবি সদস্য, ব্যবসায়ীসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ একত্রে ঈদের নামাজ আদায় করেন।ইউনিয়নের সর্ববৃহৎ ঈদের জামাতে পাপমুক্তির আকুল আবেদনে মহান আল্লাহ্‌র দরবারে হাত তুলে মোনাজাত পরিচালনা করেন, মাওলান মোঃ আঃ সালাম। বালিয়াডাংগা জামে মসজিদের ইমাম।ও অপরদিকে ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রথম ও সাড়ে আটটায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত ঈদের জামাতে ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ বাহারুল ইসলাম। উক্ত ঈদের জামাতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন, আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম, পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল সহ হাজারো মুসল্লিরা একত্রিতে ঝিনাইদহের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।

RELATED ARTICLES

Most Popular