Monday, December 23, 2024
Homeদুর্নীতিইসলামিক রিলিফের গরু মাংস বিতরণে অনিয়ম গংগাচড়ায়

ইসলামিক রিলিফের গরু মাংস বিতরণে অনিয়ম গংগাচড়ায়

নিজস্ব প্রতিবেদক :

রংপুরের গঙ্গাচড়া উপজেলা ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক গরীব ও হতদরিদ্রদের মাঝে মাংস বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ভুক্তভূগীদের মাঝে।মঙ্গলবার (১৮ জুন) ঈদুল আযহার দ্বিতীয় দিন দুপুরে উপজেলার ৯ ইউনিয়ন ২৬ টি গরু ৯’শ ১০জন অসহায় দুস্থদের মাঝে কোরবানি গরুর মাংস বিতরণ করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু এমপি ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। মাংস বিতরণের তালিকায় অনিয়ম, চাকুরিজীবি, ব্যবসায়ী, রাজনৈতিকনেতা কর্মীদের নামে ও নিজস্ব লোকজনের মাঝে ২ কেজি করে গরু মাংস বিতরন করা হয়েছে। গঙ্গাচড়া ইউনিয়নের হালিমা খাতুন জানান, মুই গরীব মানুষ গোস্ত কিনার সামর্থ নেই ,গোস্ত দেওয়ার সময়ে উপজেলা গেছনুং ,মোর নাকি ওটে খাতায় নামেই নাই, খালি হাতে আসনুং, নাহালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ জানান, ত্বপন মেম্বার গঙ্গাচড়া উপজেলা থেকে ইসলামী রিলিফের দুই বস্তা মাংস নিয়ে আসি বাড়ির ভিতরে নিয়ে যান, তিনি আরো বলেন এ ইউনিয়নে যে তাদের নেতাকর্মী আছে তাদেরকে মাংস ভাগ দিয়েছে, আর গরীব মানুষ দু একজনকে দিছে হয়তো। ইসলামী রিলিফের মাংস বিতরণে বেতগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোহাইমিনুন ইসলাম মারুফ বলেন ইসলামী রিলিফের গরুর মাংস বিতরণ করা হচ্ছে, কিন্তু এবার আমাদেরকে না দিয়ে আসাদুজ্জামান বাবলু এমপির লোক দিয়ে দেওয়া হয়েছে। নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী বলেন, এমপির ডিও দিয়ে ২৬ টি গরু নিয়ে এসেছেন তাই ইসলামিক রিলিফ গঙ্গাচড়া ম্যানেজার এরশাদুল ইসলাম আমাকে বলেছেন মাংস বিতরনে আমার কোন করনিও নেই। গজঘন্টা ইউপি চেয়াম্যান লিয়াকত আলী কাছে ইসলামী রিলিফের মাংস বিতরনে কথা জানতে চাইলে তিনি বলেন, ইসলামী রিলিফ প্রতিবারে আমাদের গজঘন্টা পরিষদের মাধমে ২ হাজার পরিবারের মাঝে মাংস বিতরণ করেন, এবার কেন জানি ইসলামী রিলিফের লোক জন কিছুই বললো না। মর্ণেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, আমি ফেসবুকে দেখলাম, ইসলামী রিলিফের মাংস বিতরণ হইলো ,প্রতি বছর আমাদের সহযোগীতা নিয়ে মাংস বিতরণ করে এবারে কোন সহযোগীতা নেয়নি, শুনছি এমপি সাহেব বিতরণ করেছেন , যদি এমপি সাহেব একক এখতিয়ারে দিতে পারে তাহলে পর্বতীতে ওই প্রতিষ্ঠান যদি আমার কাছে কোন সহযোগীতা চায় তাহলে আমিও সহযোগীতা করবো না, এমপি করবেন। গঙ্গাচড়া সদর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু বলেন , ইসলামী রিলিফের মাংস উপজেলা পরিষদ থেকে বিতরণ করা হয়েছে ,কিন্তু আমার গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ থেকে মাংস বিতরণ করা হয়নি, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আবাদুল্লাহ আল হাদী বলেন, ইসলামী রিলিফের প্রতি বছর সাবেক এমপি সাহেবের ডিও লেটার দিয়ে পরিষদের মাধ্যমে ইসলামী রিলিফের মাংস এতিম দুস্থ ও গরীবের তালিকা তৈরি করে মাংস বিতরণ করা হয়। এবারে কি জানি বর্তমান এমপি সাহেবের ডিও লেটার দিয়ে গরু নিয়ে আসায় তাদের লোকজন দিয়ে তালিকা তৈরি করে মাংস বিতরণ করা হয়েছে, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, ইসলামী রিলিফের লোকজন আমাকে জানায়নি, আমিও জানি না। উপজেলা ইসলামিক রিলিফ গঙ্গাচড়া প্রজেক্ট ম্যানেজার এরশাদুল ইসলাম বলেন- স্থানীয় এমপির ডিও এর মাধ্যমে ২৬ টি গরু নিয়ে আসেন। প্রতিটি গরুর ক্রয় মূল্য ৫৮ হাজার টাকা করে মোট বরাদ্দ ১৫ লক্ষ ৮ হাজার টাকা। উপজেলার ৯ ইউনিয়নে ৯শত ১০ অসহায় দুস্থ পরিবারকে ২ কেজি মাংস বিতরণ করা হয়েছে। ইসলামী রিলিফের গরু মাংস বিতরনের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, ইসলামী রিলিফের গরু এবার এমপি আসাদুজ্জামান বাবলু স্যার ডিও দিয়ে এনেছেন তাই, স্যারে লোক দিয়ে তালিকা করেছেন, আমি ইসলামী রিলিফের ম্যানেজারকে বলেছি মাংস বিতরণের কোন কাগজে আমি স্বাক্ষর করবো না ।

RELATED ARTICLES

Most Popular