মো: রবিউল ইসলাম
ক্রাইম রিপোর্টার:
গত ১৮জুন ২৪, মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী থানা ৫ নং মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের বোর্ড বাজার নামক স্থানে রুবেল মিয়াকে এলোপাথাড়ি মারধোর করে আতিয়ার রহমান ও তার সহযোগীরা।পরে আহত অবস্থায় রুবেল মিয়াকে পলাশবাড়ী হাসপাতে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর সেখান থেকে ডাক্তার তাকে ঢাকা প্রেরণন করেন।ঢাকা চিকিংসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।রুবেল হত্যার প্রধানা আসামী বুজরুকবিষ্ণুপুর গ্রামেের আবুল কাসেম আবু হাজীর ছেলে আতিয়ার রহমান (৫০) ও ০২নং আসামী মধু মিয়াকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গাইবান্ধা সদর থানাধীন হাতিমারা গ্রামের হাতিমারা বাজার হইতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। অন্যান্য আসামীদের গ্রেফতারে লক্ষ্যে অভিযান অব্যহত আছে বলে জানান পলাশবাড়ী থানার দায়িত্ব থাকা কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান।