আজ ২৬/০৬/২০২৪ ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।আজকের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথী: প্রফেসর বি.এম. আব্দুল হান্নান, অধ্যক্ষ,ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ,গাজীপুর।বিশেষ অতিথী: অধ্যাপক মো. শওকত আলী, উপাধ্যক্ষ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। বিশেষ অতির্থী: ড. মো. আখতারুজ্জামান, সম্পাদক শিক্ষক পরিষদ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ,গাজীপুর। সভাপতি: প্রফেসর ড. দিলারা আফরোজ, আহবায়ক, পাঠ পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় পরিচর্যা কমিটি, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ,গাজীপুর। আজকের দোয়া ও মিলাদ অনুষ্ঠানের প্রথমে শিক্ষার্থীদের কাছে তাদের অনুভূতি শুনেন অধ্যক্ষ, উপ্যাধক্ষ, শিক্ষকমণ্ডলী, ছাত্রনেতাবৃন্ধ, শিক্ষার্থী ও কর্মচারী।এক শিক্ষার্থী সকল সহপাঠীদের হয়ে বলেন এইচএসসি পরীক্ষা আমাদের জীবনের দ্বিতীয় ও প্রধান মূল্যায়ন পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে আমরা নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ করে থাকি। এই পরীক্ষা আমাদের জীবনে উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে সাহায্য করে থাকে আমাদের শিক্ষকমণ্ডলীরা এইচএসসি পরীক্ষার মাধ্যমে আমাদের জীবনের পথ চলা শুরু হয়ে যায়। আমরা আমাদের জীবনের এইচএসসি ধাপ পেরিয়ে আমাদের ক্যারিয়ার গঠনে প্রস্তুতি নিয়ে থাকি। এটা আমাদের জীবনে এমন একটি সময়ে এই সময় আমাদের জীবনে ক্যারিয়ার গঠনের প্রস্তুতি সিদ্ধান্ত নিতে হয়। আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ,উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও আমার বড় ছোট বন্ধু সহপাঠীদের কাছে ক্ষমা চেয়ে সবার কাছে দোয়া চান যেন সামনের লক্ষ্যে যেতে পারেন।আরো বক্তব্য রাখেন ছাত্র নেতাবৃন্ধ জোবাইদুল হক শিমন, সোহাগ ও ফেরদৈাস তারা সবাই ছোটভাইদেরকে দিকনির্দেশনা দেন ভালোভাবে পরীক্ষায় অংশ্রগহণ করার তাগিদ দেন।আরো বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষক, জনাব মো. বিল্লাল উদ্দিন,সহকারী অধ্যাপক,রসায়ন সঞ্চালনা করেন জনাব আবুল কাশেম,সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান।গুরুত্বপূণ বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, জনাব মো. শহিদুল ইসলাম তিনি বলেন প্রিয় শিক্ষাথীরা তোমরা বিশ্বাস রাখবা মনোভাব হারাবা না অনেক ব্যর্থতা যার তার সফলতা ততই কাছে। নিজেকে ভেংঙ্গে আবার নতুন করে সাজাও ইত্যাদি আরো মটিভেশন কথা বলেন শিক্ষার্থীদের সাথে এবং সবার জন্য শুভ কামনা করে বক্তব্য শেষ করেন।আরো বক্তব্য রাখেন অত্র কলেজের উপ্যাধক্ষ অধ্যাপক মো. শওকত আলী তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন তোমরা আগামী দিনের ভবিষৎ তোমরা নিজেদের কোথায় দেখতে চাও সেটা তোমাদের হাতে । তিনি আরো বলেন তিনি যখন ঢাকা কলেজে পড়াশুনা করতেন সবার মাঝে প্রতিযোগিতার মধ্যে দিয়ে ২০ জনের মধ্যে আমরা কলেজের থাকতাম ১-১৬ জনের মধ্যে। কলেজ নানা কার্যক্রম, পরীক্ষার জন্য ক্লাস কম হলেও বাসায় গিয়ে পড়াশোনা করাটা তোমাদের দায়িত্ব। তোমরা কোনো কিছু না বুঝলে আমাদের শিক্ষকমণ্ডলীদের কাছে প্রশ্ন করে তার উত্তর নিতে পারো। আমরা তোমাদের জন্য সবসময় পাশে আছি। সবাই নিয়ম মেনে পরীক্ষার হলে প্রবেশ করবে । সবাইকে শুভকামনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।আজকের দোয়া ও মিলাদ অনুষ্ঠানের প্রধান অতিথী প্রফেসর বি.এম আব্দুল হান্নান অধ্যক্ষ তিনি বলেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে দিকগুলো মেনে পরীক্ষার হলে প্রবেশ করবে।১. পরীক্ষার আগের দিন রাত ১০ টার মধ্যে ঘুমানোর জন্য কেননা দেরি করে ঘুমালে সকালে অসুস্থ কিংবা বাসায় কিছু ফেলে যেতে পারো তাড়াহুড়া করে।২. সকালে ফ্রেশ অল্প পরিমাণের খাবার খাওয়ার জন্য বলেন এবং না খেয়ে পরীক্ষার হলে প্রবেশ না করার জন্য বলেন।৩. হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার কথা বলেন।৪. পরীক্ষার রাতে ফাইল, কলম, স্ক্যাল, পেন্সিল, রাবার সহ ফাইল রেডি করে ঘুমানোর নির্দেশ দেন।৫. পরীক্ষার হলে ঠিক ৩০ মিনিট পূর্বে হলে প্রবেশ করার নির্দেশ দেন।৬. কলেজ ড্রেস ও কলেজ আইডি কার্ড পরিধান করার নির্দেশ দেন।৭. মোবাইল ফোন, নিষিদ্ধ অন্যান্য ডিভাইস সাথে না রাখার নির্দেশ দেন।তিনি সবাইকে দিকনির্দেশনামূলক কথা বলে এই সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।আজকের অনুষ্ঠানের সভাপতি তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও তবারকের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।