মো: রবিউল ইসলাম
ক্রাইম রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার দিন বা বিভিন্ন স্থানে অবস্থান শেষে বিয়েতে অসম্মতি জানানোয় প্রেমিক তৌহিদ মন্ডল(২৮) নামের বাড়িতে অনশন করছে প্রেমিকা। গত বুধবার (২৬ জুন) গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের তাজু মণ্ডলের ছেলে তৌহিদ মণ্ডল ও পাশ্ববর্তী গ্রামের স্নাতক ১ম বর্ষের এক ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ২১ জুন, ২০২৪ প্রেমিক তৌহিদ মন্ডল বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ফোনে দিয়ে বাড়ি থেকে তাকে ভাগিয়ে নেয়। পূর্বের ন্যায় এবারও বিভিন্ন জায়গায় অবস্থান শেষে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই প্রেমিকা। এরপরে প্রেমিকের পরিবার ও স্বজনদের সহযোগিতায় আত্নগোপন করে ওই প্রেমিক। এ রিপোর্ট লেখা পযন্ত গত মঙ্গলবার (২৫ জুন, ২০২৪) দিবাগত রাতে প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন ওই প্রেমিকা। বিয়ে দাবিতে অবস্থান নেওয়া প্রেমিকা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে সে বিভিন্ন সময় ও স্থানে আমাকে নিয়ে সে অবস্থান করে আমার সর্বনাশ করেছে। ও বিয়ে না করলে আমি এ বাড়ি থেকে জীবিত বের হব না। এদিকে তৌহিদ মণ্ডলের পরিবারের সদস্যরা জানান, তৌহিদ বাড়ি নেই; সে আসলে তাদের বিয়ে পড়ানো হবে।