Monday, December 23, 2024
Homeদুর্নীতিগাইবান্ধার সুন্দরগঞ্জের উত্তর মরূয়াদহে জোরপূর্বক ঘরবাড়ি দখল।

গাইবান্ধার সুন্দরগঞ্জের উত্তর মরূয়াদহে জোরপূর্বক ঘরবাড়ি দখল।

শাহরিন সুলতানা সুমা- গাইবান্ধা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়ন উত্তর মরূয়াদহ গ্রামে জোরপূর্বক ঘরবাড়ি দখল করেছে, বাদী মোঃ ইউনুছ আলী (৬৫) পিতা মৃত আলাপ উদ্দিন সাং উত্তর মরূয়াদহ থানা সুন্দরগন্জ জেলা গাইবান্ধা জাতীয় পরিচয়পত্র নং ৫৯৬৮৭৬৪৭৮৬ একজন সহজ সরল অতি বয়স্ক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যাক্তি বটে। পক্ষান্তরে বিবাদী আইন অমান্যক্বারী ব্যাক্তি বটে আসামি (১) মোঃ মমিনুল মন্ডল (৪০) পিতা মৃত আলিম মামুন ব্যাপারী ,(২) মোঃ আল-আমিন মিয়া (৩২) ,(৩) মো: ছামিউল ইসলাম (৩৫) (৪) মোঃ মধু মিয়া (২৮), (৫) মোঃ আব্দুল মজিদ (৩০) (৬) মোঃ খোকা মিয়া (৫৫) সর্ব পিতা খোকা মিয়া ব্যাপারী (৭) মোঃ আব্দুল মান্নান (২১) পিতা মোঃ আব্দুল ছাত্তার , (৮) মোঃ আব্দুল ছাত্তার (৫০) পিতা মৃত নজীব উদ্দিন ,(৯) মোঃ জয়নাল আকন্দ ,(১০) মোঃ রওশোন আকন্দ (১৯) পিতা মোঃ জয়নাল আকন্দ সর্ব সাং পাঁচগাছি শান্তিরাম মোল্লা পাড়া, থানা সুন্দরগন্জ, জেলা গাইবান্ধা। সাক্ষী (১) মেরূফা বেগম পিতা মোঃ ফজলুল হক (২) মোঃ আনিছুর রহমান পিতা মৃত আলাপ উদ্দিন (৩) মোঃ রব্বানী মিয়া পিতা মৃত ফয়জার রহমান (৪) শ্রী অশোক চন্দ্র পিতা ওপেন্দ্র নাথ সর্ব সাং পাঁচগাছি শান্তিরাম থানা সুন্দরগন্জ জেলা গাইবান্ধা আরো অনেক সাক্ষী আছে একদল ভূমি দস্যুর দল পর সম্পদ লোভী আইন অমান্যক্বারী ব্যাক্তি বটে, আসামিগণ প্রতিবেশী বাদীর , দীর্ঘদিন হইতে আসামিগণের সহীত নিম্ন তফসীল বর্ণিত লইয়া ঝগড়া বিবাদ চলিয়া আসিতেছে। তফসিল বর্নিত জমি দলিল নং ১১০৪৩/৯১ জমি কিনিয়া গত ১০/০৬/১৯৯৬ ইং তারিখে ৫০২০/৯৬ নং দলিলে মকিজুল হক ও মোকলেছুর রহমান ও মকিজুল দলিল মূলে খরিদ করিয়া লয় , ফরিয়াদী ঘর-বাড়ি নির্মাণ করে অদ্যবধি সুখে শান্তিতে বসবাস করিয়া আসিতেছে। নালিশি তফসিল বর্নিত জমি আসামীগণ ফরিয়াদীকে জমি হতে উচ্ছেদ করার লক্ষ্যে আসামীগণ পরিকল্পিত ভাবে ১ নং আসামীর হুকুমে ফরিয়াদীর জমি হতে উচ্ছেদ করার লক্ষ্যে আসামীগণ পরিকল্পিত ভাবে ১ নং আসামীর হুকুমে জমিতে লাঠি, কুড়াল , দা ছোড়া সহ জমিতে অনাধীকার প্রবেশ করে। লাঠি কুড়াল দা ছোড়া সহ জমিতে অনাধীকার প্রবেশ করিয়া ফরিয়াদীর টিনের ঘর টিনের বাউন্ডারি ও গোয়াল ঘর ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) ক্ষতি সাধন করে। আসামী আব্দুল মান্নানের হাতে লাঠি দিয়ে দক্ষিণ দুয়ারী গোয়াল ঘর ভাংচুর করিয়া আগুন লাগিয়ে দেয়। তারপর আব্দুল মান্নানের হাঁতে থাকা লাঠি দিয়ে দক্ষিণ দুয়ারী গোয়াল ঘর ভাংচুর করিয়া আগুন লাগিয়ে দেয়। তারপর ইউনুছের পুত্র বধূ লাভলী বেগমের ৬ আনা ওজনের একটিস্বর্ণের চেন ২ টি স্বর্ণের রিং ওয়ার ড্রোফের তালা ভেঙে বের করে নেয়, বাধা দিলে লাভলী বেগমেকে মারপিট করে হাড়ভাঙা জখম করে। ফরিয়াদীর নিকট ঘটনার দিন ও তারিখ সময়ে মমিনুল মন্ডল ২,০০০০০(দুই লক্ষ টাকা) চাঁদা দাবি করে , চাঁদা না দিলে অন্যাথায় বাড়িতে প্রবেশ করতে দিবে না গত ২৭/০৬/২০২৪ ইং তারিখে সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করে বাঁদী ইউনুস আলী গাইবান্ধা জেলা জজ কোর্ট‌ আদালত মামলা দায়ের করা হয়েছে বাঁদী ইউনুস আলী আসামীদের বিরুদ্ধে W/A ইস্যু করে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিৎ বলে জানিয়েছেন এলাকাবাসী জমি উদ্ধার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী , মাননীয় স্পিকার, মাননীয় আইনমন্ত্রী , মহামান্য রাষ্ট্রপতি, জেলা প্রশাসক গাইবান্ধা, বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর, পুলিশ সুপার গাইবান্ধা, ডি আইজি রংপুর বিভাগ রংপুর, উপজেলা নির্বাহী অফিসার সুন্দরগঞ্জ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অভিযোগ দায়ের করা হয়েছে বাদী ইউনুছ আলী পক্ষে রায় আসবে বাড়িঘর উদ্ধার হবে বলে জানান জেলা প্রশাসক গাইবান্ধা, উপজেলা নির্বাহী অফিসার সুন্দরগঞ্জ।

RELATED ARTICLES

Most Popular