Monday, December 23, 2024
Homeদেশভোগান্তিগাইবান্ধা জেলার নলডাঙ্গা রোডস এন্ড হাইওয়ে অসমাপ্ত ড্রেনের কাজ সংষ্কার করা প্রয়োজন।

গাইবান্ধা জেলার নলডাঙ্গা রোডস এন্ড হাইওয়ে অসমাপ্ত ড্রেনের কাজ সংষ্কার করা প্রয়োজন।


মোছাঃ শাহরিন সুলতানা সুমা,গাইবান্ধা।

গাইবান্ধার সাদুল্যাপুরের নলডাঙ্গাই অসামাপ্ত ড্রেন সংষ্কার প্রয়োজন।

নলডাঙ্গা আনন্দ বাজার শামীমের দোকান থেকে আফিয়া লাইব্রেরী পর্যন্ত পানি বের হতে পারছেনা।
ড্রেনের মুখে পাইপ স্হাপন না করায় ৫০ টি পরিবার জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাস্তায় পানি জমে থাকে,রাস্তার পানি বের হতে পারেনা, পানি বের হওয়ার ড্রেনের কোন মুখ নেই এতে জনগণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। পরিবার পরিজন সহ স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, শিশু বাচ্চাদের পথ চলতে কষ্ট হয়।
বাড়ি ঘরে একহাটু পানি জমে থাকে। তাই অসামাপ্ত ড্রেন নির্মাণ কাজ শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী।

RELATED ARTICLES

Most Popular