Monday, December 23, 2024
Homeশিক্ষাকর্মবিরতিতে শাবিপ্রবি শিক্ষক সমিতি।

কর্মবিরতিতে শাবিপ্রবি শিক্ষক সমিতি।

সিলেট জেলা প্রতিনিধি মোঃ শাহীনুর ইসলাম

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সোমবার (১ জুলাই) শাবিপ্রবি কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ৯ টা থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করলেও দুপুর ১২টা থেকে শিক্ষক সমিতি সর্বাত্মক কর্মবিরতি পালন শুরু করে।এর আগে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।বৈষম্যমূলক সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন দ্রুত প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অভিন্ন নীতিমালা বাতিল ও নবম স্কেল প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করছে সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক পরিবহন কর্মচারী সমিতি ও শাবিপ্রবি কর্মচারী ইউনিয়ন।দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা

RELATED ARTICLES

Most Popular