Monday, December 23, 2024
Homeকৃষিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ।

মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ

সকালে ভোলাহাটে প্রণোদনার আমন ধানের বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪০০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে। ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিজন কৃষক মাঝে ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি ৪৪, চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের সাংসদ মুঃ জিয়াউর রহমান এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহজাদী বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী সহ উপ-সহকারি কর্মকর্তাগণ এবং কৃষকরা।

RELATED ARTICLES

Most Popular