Monday, December 23, 2024
Homeশিক্ষাইকরা ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশও পরামর্শ অনুষ্ঠান।

ইকরা ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশও পরামর্শ অনুষ্ঠান।

কালিগন্জ ঝিনাইদহ থেকে।।-★-মোঃ মাহাবুবুর রহমান।

ঝিনাইদহ কালিগন্জ এিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাংগা বাজারে ইকরা ক্যাডেট মাদ্রাসায় আজ শনিবার সকাল ১০ টার সময় অভিভাবক সমাবেশওপরামর্শ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি উপস্তিত ছিলেন। বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা।

সুপার, মাওঃ মোঃ আতিয়ার রহমান।শুভেচ্ছা বক্তব্য দেন, অত্র মাদ্রাসার সম্মানিত,পরিচালক।জনাব, হাফেজ, মাওলানা, খালিদ হাসান।

এছাড়াও অভিভাবক সমাবেশও পরামর্শ বিষয়ে,আলোচনা করেন, সহকারী পরিচালক, জনাব, মাওঃমোঃতাসনীমুজ্জামান,সহকারী শিক্ষক,ও মোঃ আশরাফুল ইসলাম। ম্যানেজিং কমিটির সদস্য সহ অভিভাবক অভিভাবিকা বৃন্দু উক্ত সভায় উপস্তিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular