প্রেস রিলিজঃ
গাজীপুর মেট্রোপলিটন এর বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের উদ্যোগে ও প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাচ্চু সরকারের সৌজন্যে বাৎসরিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮ ঘটিকার সময় উপদেষ্টা বাচ্চু সরকারের নিজ বাড়ীতে এই উৎসবের আয়োজন করা হয়।এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়, টেবিলে হরেকরকম মৌসুমি ফলের পসরা সাজানো হয়। বাসন মেট্রো থানা প্রেস ক্লাব ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান সবাইকে ফল খাইয়ে অনুষ্ঠান এর শুভ সুচনা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সভাপতি ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার সম্পাদক এম এ মমিন আনসারী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সদস্য সিনিয়র সাংবাদিক মামুন, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মাসুম রানা, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারী, জিএস জয়, আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক আবু সালেক ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা সরকার প্রমুখ। ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের সদস্য সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ।ফল উৎসব শেষে মাননীয় উপদেষ্টা বাচ্চু সরকারের আমন্ত্রণে নৈশভোজের আয়োজন করা হয়।