জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার
দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়ন এর ইসলাপুর হাজীর হাট পদ্মা নদীর ধারে জিরো পয়েন্ট মোড়ে মোঃ আরিফ রেজার চা ও কনফেকশনারীর দোকান প্রতিদিনের ন্যায় সোমবার দিনগত রাত আনুমানিক ১২:৩০ মিনিটে দোকান বন্ধ করে বাড়ি চলে আসে রাতের খাবার শেষ করে ঘুমায় পড়ে০ ৯/০৭/২৪ইং ভোর রাত্রি আনুমানিক ৩:৩০ মিনিটে এলাকাবাসি আগুন দেখতে পায়ে সোরচিৎকার দেয় পরে এলাকার লোকজন ঘটনা স্থানে যায়ে দেখে আরিফের চা ও কনফেকশনারির দোকানে দুষ্কৃতকারী আগুন ধরে দিয়ে পালিছে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করে আগুন নিভাতে নিভাতে দোকানের সব মালামাল পুড়ে ছায় হয়ে গিছে স্হানীয় লোকজন দৌলতপুর থানা পুলিশ কে জানালে পুলিশ তাৎখনাক ঘটনা স্থান পরিদর্শন করে তাতে দোকানের পাঁচ লক্ষাধীক টাকার মালমাল পুড়ে ছায় হয়ে গেছে আরিফ পিতা মৃত মকলেচ প্রামানিক একজন গরিব অসহায় মানুষ দোকানের চা ও কনফেকশনারির মালামাল বিক্রি করে সংসার চালাতো এলাকাবাসীর দাবি এই দুষ্কৃতকারীকে খুজে বের করে আইনের মাধ্যমে বিচার করে শাস্তি দেওয়া হোক মোঃ আরিফ রেজা পিতা মৃত মকলেচ প্রামানিক বাদী হয়ে দৌলতপুর থানা অভিযোগ দায়ের করেছেন এবিষয়ে দৌলতপুর থানার পুলিশ জানিয়েছেন তদন্ত করে দুষ্কৃতকারীকে খুজে বের করার চেষ্টা চলছে।